সাহায্য
গৃহবধূ মানে সংসারের সব কাজ তাকে করতে হবে। শাশুড়ির কথামত ওঠবস করতে হবে। মানাতে না পারলে চলে যাও বাপের বাড়ি। আর সেখানে গিয়ে পরজীবী হয়ে বেঁচে থাকা। পরতে পরতে টের পায় বাপের বাড়ি তার বাড়ি নয়। এই বৃত্তের বাইরে বেরিয়ে আসা যে কী কঠিন ফুটে উঠেছে এই গল্পে।
by শতরূপা সিংহ | 01 July, 2021 | 652 | Tags : housewife Father-in-law's house Father's house Home for girls Bride torture